তারিক হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং বাংলা সাহিত্যের এক প্রতিভাবান ও বহুমাত্রিক কবি ও গীতিকার। তিনি মূলত দেশাত্মবোধক, রোমান্টিক, লোকগীতি, আধ্যাত্মিক, মুর্শিদি, আধুনিক, ইসলামিক, গজল, পল্লীগীতি, কোরাস, শিশুতোষ এবং বাউলসহ নানা ধারার গান এবং কবিতায় বিশেষ অবদান রেখেছেন। তার সৃষ্টিগুলোতে ভাষার সৌন্দর্য, ভাবের গভীরতা এবং জাতিগত ঐতিহ্য বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, তার সকল লেখা কপিরাইট সংরক্ষিত এবং তা ব্যবহারের জন্য তার অনুমতি গ্রহণ করা আবশ্যক। কেউ যদি তার লেখা গান পরিবেশন বা ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগের মোবাইল নম্বর: +8801731372711.
ধন্যবাদ।