আমি শ্যামা ।দুচোখ অনেক স্বপ্ন নিয়ে ,আর অনেকটা ভালোবেসে YouTube একটা Channel খুলেছি।ই Channel -এ আমার দৈনন্দিন জীবনের টুকিটাকি কাজ-কর্ম, ঘোরাফেরা, হাসি-কান্না, মজা আর একটু খুনশুটি তোমাদের সাথে Share করবো। আমার এই দুই চোখে হাজারো স্বপ্ন নিয়ে এ জগতে পা দিয়েছি । জানিনা কতটুকু পথ চলতে পারবো আমি ।
তবে হ্যাঁ সেটা তখনি সম্ভব হবে যখন তোমরা আমার পাশে থাকবে। আমার এই ছোট্টো Channel কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের ভালবাসা, গুরুজনদের আশীর্বাদ আর Support ছাড়া কোনো কিছু সম্ভব না।🙏 দয়াকরে তোমরা পাশে থাকবে 🙏
❤️❤️**তোমাদের জন্য অনেক ভালোবাসা**❤️❤️
পাশে থেকো তোমরা সবাই আমার 🙏
ধন্যবাদ 🙏