ভারতের গৌরবময় ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি পুনরুদ্ধার করে তার জয়গাথা বিশ্বের কাছে উন্মীলিত করে তোলার একটি আন্তরিক প্রচেষ্টার নাম Sangam Talks । বহু শতক ধরে বামপন্থী ইতিহাস রচয়িতা ও শিক্ষাবিদদের প্রচারিত বিকৃত ইতিহাস ভারতের মেরুদন্ড ভেঙে তাকে মূল্যবোধহীন ধারণা পোষণ করতে বাধ্য করেছে।
এই বিকৃত ইতিহাস কে সংস্করণ করে ভারতীয় মন ও মস্তিষ্ক থেকে ঔপনিবেশিকতা মোচন করে ভারতীয় আত্মার পুনরুত্থান করাই Sangam Talks – এর একমাত্র লক্ষ্য।
Sangam Talks একটি ধারাবাহিক আকারে প্রকাশিত বিবৃতিসারি, যেখানে বিশিষ্ট পণ্ডিত মানুষেরা ও বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক তথ্য দ্বারা পরিযাচিত বক্তব্য রাখেন ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, দর্শন, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য, মন্দির, ধর্ম ও বর্তমানে বহুবিধ আলোচ্য নানা বিষয় নিয়ে। এই বিষয়গুলি কে ভারতীয় বা ধর্মীয় আতস কাঁচে বিবেচনা করে সাধারণের মাঝে তুলে ধরা হয়, যাতে অতীতের স্মৃতি বিস্মৃত ভারতীয় বুদ্ধিজীবী ঐতিহ্যকে পুনঃস্থাপন করা যায় এবং ভারতীয় সভ্যতাকে পুনরুজ্জীবিত করে তোলা যায়। এভাবেই ভারতীয়রা নিজেদের অতীতকে ইতিবাচকভাবে খুঁজে পাবে।