IDEA (আইডিয়া )
সফল মানুষ মানেই একটি ভাল আইডিয়ার মানুষ, একজন সফল মানুষ, একজন ব্যবসায়ী এবং একটি সফল জীবন মানেই একটি ভাল আইডিয়া বা ভাল ধারণার প্রতিফলন। আইডিয়া, উদ্যোগ,উদ্যোক্তা,সফলতা-সম্ভাবনা একই সূত্রে গাঁথা। একজন মানুষকে সফল উদ্যোক্তা হতে হলে বাস্তবায়নের আগে নিজের আইডিয়া টির সুযোগ-সম্ভাব্যতা যাচাই করতে হবে। একটি আইডিয়া কে সুযোগ হিসেবে বিবেচনা করার জন্য আগে তিনটি প্রশ্নের উত্তর খোঁজা উচিত:-
# আইডিয়া টিকে কি দীর্ঘ মেয়াদে পণ্য কিংবা সেবায় রূপদান করা সম্ভব?
# কারিগরি এবং প্রযুক্তিগতভাবে বর্তমান সময়ে এই আইডিয়া কি বাস্তবসম্মত?
# চলমান মার্কেটের চাহিদা কি এই আইডিয়া দ্বারা পূরণ করা সম্ভব? অথবা এটি কি সম্পূর্ণ নতুন মার্কেট এবং চাহিদা তৈরি করতে সক্ষম?
এই তিনটি প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে পাওয়ার ওপর নির্ভর করছে আপনি এবং আপনার আইডিয়া টি সফল হবে কি না।
আমাদের আইডিয়া গুলো দেখুন,ভাবুন, সফলতার দারপান্তে যাবার চেষ্টা করুন, দেখবেন একদিন সফল মানুষ/ সফল ব্যবসায়ী হয়ে যাবনে ইনশাআল্লাহ।আমরা আপনার মূল্যবান সময়কে প্রাধান্য দেয়। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।
# IDEA
# IDEA (আইডিয়া )