ধামেশ্বর মহাপ্রভুর সেবক

১৪২০ বঙ্গাব্দে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে ধামেশ্বর মহাপ্রভুর মাঝে আমি বিপ্লব ঘোষ মহাপ্রভুর অলৌকিক দর্শন পাই। সেই থেকে মহাপ্রভু সদা আমাকে ও আমার প্রিয়জনদের রক্ষা করেন। আপনিও এই কৃপা পেতে পারেন। সে কথা জানাতেই এই চ্যানেল। এটি সম্পূর্ণ একটি আধ্যাত্মিক চ্যানেল। আপনি চাইলে আপনাকে জীবনে চূড়ান্ত শান্তি ও সমৃদ্ধি এনে দেবেন ধামেশ্বর মহাপ্রভু আমার মাধ্যমে। আমার সাথে কয়েক মাস থাকুন, যা বলি মেনে চলুন ,দেখুন আপনার জীবনে কিভাবে সমৃদ্ধি আসে । আপনার জীবনের সার্বিক উন্নতি হবেই হবে। মহাপ্রভুর কাছ থেকে আমি সেই বিদ্যা শিখেছি যেটা মহাপ্রভু কলির জীবকে শেখাতে চেয়েছেন। এটাই আমাদের সার্বিক উন্নতি ঘটায়। আমার মাধ্যমে স্বয়ং মহাপ্রভু আপনাদের শেখাবেন। একবার আমায় বিশ্বাস করেই দেখুন। আমি বিপ্লব ঘোষ, নবদ্বীপের উত্তরে প্রতাপনগরে এমন একটা জায়গায় থাকি, যার খুব কাছেই ৫০০র কিছু বেশি বছর আগে মহাপ্রভুর বাড়ি ছিল।আমার বাড়ির উত্তর দিক বরাবর সোজা গেলে আজও গঙ্গাগর্ভে বিরাজ করে পরম পবিত্র মহাপ্রভুর জন্মভিটা। যোগাযোগ 9733842501।
জয় গৌর বিষ্ণুপ্রিয়া।