বায়োশিখা বায়োগ্যাস (Bioshikha Biogas) Waste Bangladesh এর একটি পণ্য, এটি মূলত গরুর গোবর অথবা পোল্টির আবর্জনা থেকে রান্নার গ্যাস তৈরীর একটি পদ্ধতি। এটি সেট আপ করার পর নিয়মিত গোবর বা পোল্ট্রির আবর্জনা দিতে হবে। নির্দিষ্ট সময় আনুমানিক ৩০ থেকে ৩৫ দিন পর থেকে গ্যাস পাওয়া শুরু হবে। ন্যূনতম ২-৩ টি গরুর গোবর থেকে যে গ্যাস উৎপন্ন হয় তা দিয়ে চারজন ফ্যামিলি মেম্বারের তিন বেলা রান্না অনায়াসে করা যায়। যদি বেশি গোবর থাকে সেক্ষেত্রে আশেপাশের বাড়িতে বা দোকানে গ্যাসের সাপ্লাই দিয়ে বাড়তি টাকা ইনকাম করা সম্ভব। বায়োগ্যাসের সম্পূর্ণ সেটআপ আমরা করে দিয়ে আসবো। সেটআপ করে দেওয়ার পর এটি নরমাল গ্যাস সিলিন্ডারের গ্যাসের মত ব্যবহার করা যায়।