বাংলা ভাষা ও সাহিত্যকে একটু অন্য ধাঁচে পড়তে চাও? বাংলা ব্যাকরণ কি তোমার খুব কঠিন মনে হয়? আবৃত্তি বা রোমাঞ্চকর গল্প শুনতে কি তুমি পছন্দ করো?... আচ্ছা, পরীক্ষার আগে কখনও অন্য বইয়ের আড়ালে বাংলা গল্প-উপন্যাসের বই নিয়ে পড়েছো? যদি উত্তর হয় হ্যাঁ, তবে এই চ্যানেলটি তোমার জন্য 😌 তোমায় স্বাগত বন্ধু। 'বাংলা কে ভালোবেসে' চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে ওঠো তুমিও...❣️
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়ের টেক্সট আলোচনা, প্রশ্ন উত্তর ও সাজেশন এখানে দেওয়া হবে। সেই সঙ্গে গল্প পাঠ, কবিতা আবৃত্তি এবং বাঙালির সংস্কৃতি বিষয়ে কিছু কথা, রবীন্দ্র জীবন কেন্দ্রিক কিছু কথাও ভাগ করে নেবো তোমাদের সঙ্গে। আশা রাখছি, আমাদের ভিডিওগুলোর মাধ্যমে ছাত্র জীবন সমৃদ্ধ হবে। তোমরা উপকৃত হলেই আমার দীর্ঘদিনের পরিশ্রম, অভিজ্ঞতা আর অধ্যবসায় সার্থক হবে 🍀