🌹Drama is the Mirror of a Nation.
নাটক সমাজের দর্পণ। তাইতো সমাজ ও সংসার থেকে অপসংস্কৃতি এবং পাশ্চাত্যের সংস্কৃতি বিলুপ্তি করে বাঙালি সংস্কৃতির আহ্বান করে, দেশ ও জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানো আমাদের একমাত্র আদর্শ এবং উদ্দেশ্য তাইতো সর্বস্তরের জনসাধারণকে উদ্দেশ্য করে বলছি, Well Come to ATNS Media. আলিপুর তরুণ নাট্য সংস্থার YouTube Channel এ আপনাকে স্বাগতম। সমাজ সংসারে সুখ শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যাত্রা পরিবেশন করা আমাদের উদ্দেশ্য।যেকোন ধরনের পুজা এবং অনুষ্ঠানে আমরা যাত্রা ও নাটক পরিবেশন করি। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য ০১৭১৪-০৫০২৪৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
আমাদের নির্ধারিত পালা সমুহ
১.সুখের ঘরে দুখের আগুন ২.অন্নপূর্ণার সংসার ৩.দাদা বৌদির সংসার ৪.ভাত পায়না ভাগের মা ৫.জ্বলন্ত চিতায় জীবন্ত বধূ
🌹বিভিন্ন চরিত্রে যাদের দেখবেন ১.অহিদুজ্জামান ওয়াদুদ ২.মফিজুল ইসলাম মুকুল ৩.রামপ্রসাদ রাকেশ ৪.এম শরিফুল ৫.সূর্যকান্ত গাইন ৬.সঞ্চিতা রাণী ৭.গোবীন্দ বাবু ৮.কানায় বিশ্বাস ৯.সোহারাব হোসেন ১০.মিস সালমা ১১.রুপালী রানী ১২.কনিকা রানী ১৩.মিস হিরা ১৪.তৃপ্তি রাণী ১৫. বাসুদেব ঘোষ