শ্রী গুরুচরণাশ্রিত শুভঙ্কর

ঠাকুর নিগমানন্দের সমস্ত উপদেশাবলি এবং বিলুপ্তপ্রায় এবং অপ্রকাশিত বাণী অধ্যয়ন করা এই চ্যানেলের উদ্দেশ্য। নিগমানন্দ পরমহংসদেবের জীবনের সমস্ত খুঁটিনাটি গবেষণামূলক তথ্য ও ঘটনাবলী যেগুলি বেশিরভাগ মানুষই জানে না সেই গুলিকে জগতের মানুষের কাছে তুলে দেওয়াই এই চ্যানেলের উদ্দেশ্য ।নিগমানন্দ পরমহংসদেবের পুরো জীবনের উপরে গবেষণা কোথায় কতদিন কিভাবে কাটিয়েছেন সমস্ত কিছুই মানুষজনকে জানানোই এই চ্যানেলে উদ্দেশ্য । নিগমানন্দ দেবের অনেক অজানা কথা ও বাণী ও উপদেশাবলি অজানা অনেক ঘটনা সারা ভারতে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের উদ্দেশ্য। জয়গুরু জয়গুরু জয়গুরু।