আমার মুর্শিদ কেবলা আওলাদে রাসুল (সা:) ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভাণ্ডারী (মুজিব বাবাজান) সকল আশেকানদের প্রাণ তিনি।
আমি মাইজভাণ্ডারী তরীকার অনুসারী, আমার আকিদা মাইজভাণ্ডারী।
“ চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার
হৃদয় চক্ষে ধরিয়া দেখ জ্ঞান দুর্বিক্ষণ। ”
অন্তরের চোখকে বন্ধ করে রেখে কিতাবি জ্ঞান দিয়ে খুঁজলে গাউছুল আজম মাইজভাণ্ডারীকে চেনা যাবে না।
আমরা কাউকে বাধ্য করি না, কিন্তু যারা চিনতে চায়, তাদের প্রতি আহবান একটাই - অন্তরের চোখ খুলে জ্ঞান দিয়ে দেখুন, তাতেই মিলবে উত্তর।