নূরানী মিডিয়া

আমাদের সম্পর্কে:-

বোর্ডের নাম : নূরানী তা’লীমুল কুরআন বোর্ড।
প্রতিষ্ঠাকাল : ০৬ ই ফেব্রুয়ারী ২০২২ ইংরেজী

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : দীর্ঘ দিনের সিনিয়র সফল প্রশিক্ষক :- হাফিজ মাওলানা শায়েখ হুসাইন আহমাদ সাহেব
বোর্ডের ধরণ : ইসলামী ও জাতীয় শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রণীত সিলেবাসে ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা বোর্ড।

☎️ 01763-395037 ☎️ 01765-777172


লক্ষ্য ও উদ্দেশ্য

(ক) সর্বস্তরে ইসলামী আদর্শ ও শিক্ষা প্রতিষ্টিত করা।
(খ) রাসূল (সা:)এর আদর্শে আদর্শবান শিক্ষক-শিক্ষিকা তৈরি করা।
(গ) নূরানী মুয়াল্লিম-মুয়াল্লিমা প্রশিক্ষণ বৎসরব্যাপী চালু রাখা।
(ঘ) মুসলমানদের শতভাগ ছেলে-মেয়েদেরকে কুরআন ও দ্বীনের মৌলিক বিষয়াদী শিক্ষা দেয়া।
(ঙ) ইসলামী শিক্ষার সাথে জাতীয় শিক্ষার সমন্বয় করা।
(চ) বয়স্কদের জন্য কুরআন ও দ্বীনি শিক্ষা কোর্স চালু করা।
(ছ) উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতঃ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা।
#নূরানী মিডিয়া @নূরানী মিডিয়া