Alokito Jibon

السلام علیکم
بسم الله الرحمن الرحیم
এটা একটি ইসলামিক চ্যানেল।আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খোলা হয়েছে। এতে যা কিছু কল্যাণকর তা এক আল্লাহর পক্ষ থেকে। আর যা কিছু ভুল ত্রুটি আছে তা একান্তই আমার। ইখলাস ও নিয়্যাতের সব ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তার অক্ষম বান্দার এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে নিন,এতে বারাকাহ ও সাফল্য দান করুন।
নিশ্চই সাফল্য কেবল আল্লাহর পক্ষ থেকেই।নিশ্চই সকল প্রশংসাও একমাত্র তারই।সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবি মুহাম্মাদ,তার পরিবার ও তার সাহাবীগণের উপর।
এখানে আমরা ইসলাম সম্পর্কিত গান,অভিনয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আসব।
এমনকি যে সকল বিষয় বিভিন্ন কারণে অনেকেই এড়িয়ে যায় তাও আলোচনা করি।
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।