Marshall and the Magicians

সম্মানিত দর্শক শ্রোতাদের বিনয়ের সাথে একটি বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই। বিষেশ করে আমার গানগুলোর বিষয়ে । এইসব গান দক্ষ কন্ঠে ও দক্ষ বাদকের দ্বারা বাজানো কোনো প্রফেশনাল রেকর্ডিং না। যদি তা করা যেত, তবে গানগুলো আরো উন্নত এবং শ্রুতিমধুর হতো। আমি একা ভাঙা গীটারে, অপটু বাদনে, দুর্বল কন্ঠে, অতি সস্তা আয়োজনে রেকর্ডিং করেছি, সেই অনুসারে প্রত্যাশা খুব অল্প রেখে অনুগ্রহ করে শুনতে হবে । মূল বিষয়টি হলো কথা এবং সুর, যা আজ দুই যুগ ধরে অপ্রকাশিত ছিল। সেই অপ্রকাশের বেদনা প্রশমনের জন্যই আমার এই গান ও আবৃত্তির চ্যানেলের সৃষ্টি। ধন্যবাদ।