Lekhapora Online

Lekhapora Online is an education subsidiary platform. We aim to provide free learning support through social media and video sharing media. With our platform, everyone can accelerate quality learning.

এটি বাংলাদেশের পাঠ্য পুস্তক এর লেখা পড়ার ইউটিউব চ্যনেল। ছাত্র ছাত্রী সকলের জন্য এটি সম্পুর্ন বিনামূল্যে পাঠদানের শিক্ষা সহায়ক। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা এবং ইংরেজী মাধ্যমের ও সমমুল্যায়নের আলিয়া ও কওমি মাদ্রাসার সকল বিষয়ে পাঠদান করা হবে। পড়াটা যেন বিরক্তিকর ও ভীতিকর না হয়ে আনন্দময় হয় সেটাও আমরা লক্ষ রাখব। ভিডিও যাতে ভারি হয়ে শিক্ষার্থীদের ডাটা নষ্ট না হয় সে বিষয়ো আমরা নজর রাখছি এবং রাখব। । কিন্তু সর্বাঙ্গীন সফলতার জন্য আপনাদের সহযোগিতা এবং সাহায্য একান্ত প্রয়োজন। কথায় আছে একের বোঝা দশের লাঠি। এখানে বিজ্ঞাপন ও অনুদান দিয়ে এই কর্মযজ্ঞ সুন্দর ও সাবলিল ভাবে চলার পথ৷ সচল রাখতে সাহায্য কামনা করছি। সকল ছাত্র ছাত্রী যাতে সফলতার সাথে লেখাপড়া চালিয়ে যেতে পারে আমরা সেজন্য সচেষ্ট থাকব।৷ পরিশেষে বিদ্যানুরাগী সকলের সাহায্য কামনা করছি। সবার জন্য শুভকামনা করি।