সাউতুত দাওয়াহ-sautut dawah

ইসলামী শরীয়তে দা‘ওয়াত চিরন্তন ও শাশ্বত বিষয়। এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য একটি ফরয কাজ। যুগে যুগে সকল নবী-রাসূলই পৃথিবীতে ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে নিরলসভাবে দা‘ওয়াত দিয়েছেন। উম্মাতে মুহাম্মাদী হিসেবে আমাদেরকেও এ কাজে অংশগ্রহণ করা ঈমানের অপরিহার্য দাবী।সেই দাবী পূরনের লক্ষ্যেই এই sautut dawah চ্যানেলের যাত্রা। চ্যানেলটিতে বিখ্যাত ক্বারীদের তেলাওয়াত,রুকইয়াহ, নবী করিম (সঃ) এর সীরাহ, ইসলামের ইতিহাস, ইসলামিক লেকচার, মোটিভেশন, ইসলামিক বুক রিভিউ ,আকাবির আসলাফদের জীবনী নিয়ে ভিডিও আপ্লোড করা হয়।