Estehadul Islam

আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ আমি এই কাজ করতে পারতেছি।এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া।আশা করি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা যারা দেখবেন আমার ভুল ত্রুটিগুলো সদয় বিবেচনা করবেন।আর আমাকে সুপরামর্শ সব সময় দিবেন।কোনো একটা কাজ করতে গেলে কত কষ্ট করে করতে হয় সেটা সবাই জানেন। আশা করব সবাই যেন সুন্দরভাবে কমেন্ট করেন।ভাষাটা যেন হয় মার্জিত, সাবলীল সহজতর।কুরুচিপূর্ণ মন্তব্য থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি।আপনার কি আছে আপনার গায়ে লিখা নাই কিন্তু আপনার ব্যবহারে দেখা যাবে আপনার পরিবার কোথায় আছে।আমাদের চেষ্টা করা উচিৎ বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য। সবাই যেন সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি মহান আল্লাহর নিকট। আমার জন্যও সবাই দোআ করবেন।
আপলোডকৃত প্রথম ভিডিও ২৭শে জুন ২০২০।


ইসতেহাদুল ইসলাম
সহ.শিক্ষক(গণিত)
চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, দিরাই সুনামগঞ্জ।
Ex: Additional Class Teacher(ACT),MATHS,Ministry of Education, SEQAEP.
Ex:Lecturer of Mathematics, Jaflong valley boarding school,Sreepur,Sylhet.