A'SHIQI (আ-শিক্বী)

'আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা'য়ী (رَضِیَ اللهُ عَنۡہ)-এর সকল ক্বাসিদ্বা শরীফ, মাহফিলের ভিডিও পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

ইনশা-আল্লাহ্! নেদায়ে ইসলাম কালচারাল ফোরাম থেকে প্রকাশিত আ-শিক্ব শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সকল ক্বাসিদ্বা শরীফের এ্যালবাম ধারাবাহিকভাবে সংরক্ষণ করার লক্ষ্যে এই চ্যানেলে আপলোড করা হবে।
নেদায়ে ইসলাম এর সকল ভিডিও পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, বেল বাটনে ক্লিক করে রাখুন। তাহলে A'SHIQI চ্যানেলের সকল আপডেট আপনার কাছে পৌঁছে যাবে ইনশা-আল্লাহ।
প্লেলিস্টে নেদায়ে ইসলাম কালচারাল ফোরাম থেকে প্রকাশিত 'আ-শিক্বী-০১ থেকে ৩৩ ভলিউম এবং পরশমণি, হামদ ও নাত, রমাদ্বান-১ ও ২, শানে মাদীনা, মাদীনার মুখ, প্রেমাঞ্জলি, অনন্য, নিবেদন, চেতনা-১, চেতনা-২, অনুরাগ, ঈদে মীলাদুন্নাবী (ﷺ), যিয়ারতে বায়তুল্লাহ্, যিয়ারতে বায়তুল্লাহ্-(মনির) ও কারবালা এ্যালবাম অনুযায়ী প্লেলিস্টে দেওয়া থাকবে। এছাড়াও 'আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ (رَضِیَ اللهُ عَنۡہ)-এর নছিহত, মাহফিল, নেদায়ে ইসলাম উরস শরীফের ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ্।