ক্ষণস্থায়ী জীবনে সবকিছু চিরস্থায়ী করে পাওয়া... এক মিছে আশা ছাড়া আর কিছু নয় ! আসুন দুনিয়ার এই লোভ-লালসা ত্যাগ করে পরকালের চিরস্থায়ী জীবনের জন্য আমরা সর্বদা নিজেকে প্রস্তুত করি। আল্লাহ্ কে রাজি খুশি করার জন্য তাঁর মনোনীত কাজগুলো করি আর যেগুলো থেকে তিনি বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে সর্বদা নিজেকে বিরত রাখি।
আমীন সুম্মা আমীন ইয়া রাব্বুল আলামিন আমীন।