রান্না আমার শখ। আর এই রান্নার নেশা থেকেই এটা কে পেশা হিসেবে নেয়ার প্রয়াস। ছোটবেলা থেকেই রান্নার আগ্রহ ছিল প্রচুর, পড়ালেখার পাশাপাশি টিভি দেখে অথবা পেপার পড়ে বিভিন্ন রেসিপি ট্রাই করতাম। আমার বাবা ভোজন রসিক, জামাই ও ভোজন রসিক। তাই ত রান্না ই আমাকে বেশি টানে। তারপর মা হবার পর বাচ্চার জন্য বিভিন্ন কিছু ট্রাই করাতা আমার নেশা। আমি সব সময় ই চেষ্টা করি ঘরোয়া উপাদান দিয়ে যেন খুব সহজেই দেশি বিদেশি রান্না করা যায়। আর আমার কাছে রান্না মানেই সেটা সহজ রেসিপি তে হওয়া উচিত। আমার কোন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল্ টি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি তে লাইক দিয়ে পাশে ই থাকবেন।
Nushrat
@RecipesbyNushrat