এই কথার ধারনা মেনে একজন লিখেছেন বায়ু+ল= বাউল। আরেকজন বলেছেন, হিন্দি বাউর শব্দ বাংলায় হয়েছে বাউল। চৈতন্যচরিতামৃত গ্রন্থে ‘ঈশ্বরপ্রেমে মাতাল, বস্তুজ্ঞানবর্জিত, উদাসীন ভক্ত’-এই অর্থে নাকি বাউল শব্দ একাধিক স্থানে ব্যবহৃত হয়েছে বলছেন অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়। বাউল প্রেমি ভায়েরা আমার নিবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেল টি সাস্কাইব করবেন ধন্যবাদ।।