সত্যের দীপ্তি
জীবন চলে যাক, হোক তা নদীর স্রোত,
তবুও বলবো সত্য, যতই হোক ক্ষত।
অন্ধকারে দাঁড়িয়ে, মিথ্যে যখন হাসে,
আমি দাঁড়াবো দীপ্ত, আলোর আশ্বাসে।
লাভ-লোকসানের খেলায় থাকি না আমি মোহে,
সত্য আমার সঙ্গী, সে থাকে হৃদয়-প্রহরে।
পথ কঠিন হোক, কণ্টকে ভরা,
আমি বলবো সত্য—ভয় নয় ধারা।
লোকে যাই বলুক, কুকথার ঝড়ে,
সত্যের কণ্ঠস্বর থাকবে আমার ঘরে।
জীবন যদি চায় দাম, বলুক বিদায়,
মিথ্যার কাছে মাথা নত করবো না কভু তাই।
অন্তিম প্রহরে, যখন নিভে যাবে দেহ,
তখনো সত্যই রাখবে মুখে গেহ।
জীবন চলে যাক, মুছে যাক নাম,
তবুও সত্য বলি — এই হোক আমার প্রণাম!
https://www.facebook.com/profile.php?id=61578833570569