কঠোর পরিশ্রম ও ধৈর্য্যই পারে জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে।পরিচয় দ্বারা প্রাপ্ত কাজ কিছুদিনের জন্য থাকে,কিন্তু কাজ দ্বারা প্রাপ্ত পরিচয় সারাজীবন থাকে।তেমনি এক পরিচয় তোমাদের সাহায্য,সহযোগীতার দ্বারা আমি তৈরি করতে চায়।
হ্যালো বন্ধুরা আমি সাথি।আমি অতিসাধারণ মধ্যবিত্ত পরিবারের এক গৃহবধু।আমার জীবনযাএা ও অতি সাধারণ।ভেবেছিলাম জীবনে কিছু করবো,কিন্তুপড়াশোনা শেষ করেও এখনকার ঘুষের বাজারে কিছু করতে পারিনি।সবার দেখাদেখি আমারও ইচ্ছা ছিলো একটা ইউটিউব চ্যানেল খোলার সেটাও পারিবারিক কারনে হয়নি।এখন আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকের সার্পোটে একটা চ্যানেল খুলেছি।Sathi kitchen & vlog.এই চ্যানেলে তোমরা আমার বিভিন্ন রান্নার রেসিপি ও আমার দৈন্যন্দিন জীবনধারা দেখতে পাবে।আমি চাই অনেক দূর এগিয়ে যেতে,আর তার জন্য সবার আগে চাই তোমাদের সার্পোট ও ভালোবাসা।প্লিজ আমাকে সার্পোট করো।আমার পাশে থেকো।আর আমার চ্যানেলটি অবশ্যই subscribe করে দিও।প্লিজ প্লিজ প্লিজ