"গ্রাম বাংলার লোকগান"উপস্থাপন করতে চলেছে প্রচলিত পদ, বিভিন্ন মহাজনী পদ যেমন,হাউরে গোঁসাই,অনন্ত গোঁসাই, ক্ষ্যাপাচাঁদ বাউল,মাতানচাঁদ,রাধাশ্যাম দাস,ভবা পাগলা, পাগল রামদাস,হরিপদ গোঁসাই,সর্বপরি নীলকন্ঠ মুখোপাধ্যায় প্রমূখ মহাজনদের পদ। তার সঙ্গে থাকছে মহাত্মা ফকির লালন সাঁইজীর বিভিন্ন পদ ও ফকিরি গান।
Admin:-Madhab Chandra Mete
Contact Number:-8900484458