Bauliana 24

চ্যানেল বাউলিয়ানা ২৪
সুনামগঞ্জ আউল বাউলের দেশ। রাধারমণ, হাসন রাজা, দূর্বিন শাহ্, আব্দুল করিম, ক্বারী আমির উদ্দিন, বাউল কফিল উদ্দিন, বাউল রমিজ আলীসহ নাম না জানা অনেক সাধক রয়েছন এই জেলায়। যাদের হাত ধরে সঙ্গীতের চর্চায় চর্চায়িত হয় আমাদের এই সুনামগঞ্জ। আর এই সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রতিভাবান শিল্পী, লেখক, ও সাংস্কৃতিক অঙ্গনের ধারাবাহিকতা নিয়েই আমাদের এই ইউটিউব চ্যানেলের যাত্রা।
আশা করি আপনাদের সাবস্ক্রিপশন ও সার্বিক সহযোগীতায় এই চ্যানেলটি একদিন হবে বাংলাদেশের অন্যতম একটি চ্যানেল।

---সাইফুর রহমান
ইউটিউবার
বাউলিয়ানা ২৪
মোবাইলঃ ০১৭২৮৭৬৫৯৭৮