❤️ছাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু❤️
🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর আহ্বানঃ
📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায় রসূল (দঃ) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিক্বত একটি তাওয়াজ্জুহ বিশিষ্ট সিলসিলা যা বর্তমান বিশ্বে বিরল।
📌 অন্ধকারাচ্ছন্ন মানব সমাজকে প্রকৃত পীর-অলিরাই যে যে সুন্দর পথ ও আলো দেখাতে সক্ষম তার'ই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।
📌 আসুন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর এর একমাত্র খলিফা হযরত শায়খ ছৈয়দ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সিনার অপূর্ব নিয়ামত গ্রহণপূর্বক এ আধ্যাত্মিক সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সুনিশ্চিত করি। আমিন, ছুম্মা আমিন।
🌟🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ 🌟🌟
(একটি অরাজনৈতিক,তরিক্বত ভিত্তিক,আধ্যাত্মিক সংগঠন)