Islam O Bartaman

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। ও রাসূল (সাঃ) এর উপর বর্ষিত হোক লক্ষ কোটি দরূদ ও সালাম।সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলাম ও বর্তমান চ্যানেলে আপনাকে স্বাগতম। সাড়ে চৌদ্দশো বছর আগে নবী মুহাম্মদ (সাঃ) এর রেখে যাওয়া আদর্শ এবং বর্তমানে আমাদের আদর্শ কতটুকু মিলছে। সে বিষয়ে দৈনন্দিন জীবনে পর্যালোচনা চলবে ইনশাআল্লাহ। এবং মানুষকে সঠিক দ্বীনের দাওয়াত অর্থাৎ পবিত্র কোরআন ও সহীহ হাদিসের নসিহা ও পর্যালোচনা হবে। আরেকটি বড় কথা বর্তমানে ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্ম গুলো অশ্লীলতায় ভরপুর হয়ে গেছে। যার কারণে এগুলোতে ঢুকলেই আমরা নানা রকম অশ্লীলতা দেখতে পাই। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় দ্বীনি চ্যানেল গুলো বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আপনার এ ইহকালীন ও পরকালীন মঙ্গল দান করুক আমিন।

{আমি মুসলিম আমি মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই আমার সমান }

Islam O Bartaman