Surlok Shilpigosthi

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

সুরলোক শিল্পীগোষ্ঠি একটি ইসলামি সংস্কৃতিক সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। সুরলোক শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা সাফায়েত আল হোসাইন রহঃ। তিনি আজ পরলোকে গমন করলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

সুরলোক শিল্পীগোষ্ঠী সন্দ্বীপের বুকে অপসংস্কৃতির বিকল্প একটি প্লাটফর্ম। বিদেশি সংস্কৃতির সয়লাবে আজ আমাদের দেশ ভেসে যাচ্ছে অজানা পথে। সে পথের দিশা হিসেবে কাজ করে যাচ্ছে সুরলোক শিল্পীগোষ্ঠি। আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা আমাদের পথচলাকে আরো উৎসাহিত করবে।




#সুরলোকশিল্পীগোষ্ঠী
#ইসলামীসঙ্গীতশিল্পী
islamic sangeet
islamic gojol
islamic song