প্রদীপ্ত স্বপ্ন

বাংলাদেশের,প্রেক্ষাপটে বর্তমান সমসাময়িক,রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলব।সবকিছু সত্য এবং ভেতরের সবকিছু তুলে আনার চেষ্টা করব।দেশের মানুষ সবাইকে ভালোবাসি।দল,মত,বর্ণ,ধর্ম ঊর্ধ্বে আমার ভালোবাসা।সবার প্রতি আমার দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন।

মনে রাখবেন,আমরা কারো শত্রু না। আমরা আপনাদের ভুলটা ধরাই দেই মাত্র।ভুলটা শুধরাই দেই যেন,আপনারা সঠিক কাজটা করতে পারেন । আমার কোন দল নাই,ব্যক্তি নাই, আমার কোন স্বার্থ নাই, নিজের বিবেক থেকে কথা বলি। নিজের বিবেকবোধ থেকে সবাইকে সচেতন করি। গত তিন টার্ম আমরা ভোট দিতে পারি নাই,আমরা.! সেই তারনা থেকে,সেই কষ্ট থেকে কথা বলি।শেয়ার বাজারে আমার অনেকগুলো টাকা নিয়ে গেল,সেই কষ্ট থেকে কথা বলি।যদিও এগুলো সবার মনের কথা,সাধারণ মানুষের কথা,কষ্টে থাকা মানুষগুলোর কথা,খেটে খাওয়া মানুষের কথা,ধোকা খাওয়া মানুষগুলোর কথা। তাদের জন্য কথা বলি।দেশটাকে ভালোবাসি মায়ের মত তাই কথা বলি।এই চ্যানেলের মালিক কারো শত্রু না।কোন ব্যক্তি,দল বা গোষ্ঠী দ্বারা প্ররোচিত না।

ধন্যবাদ সবাইকে,সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।আমার পাশে থাকুন।