সপ্তাহে দু দিন, রবিবার ও বৃহস্পতিবার দুপুর 2টায় এবার থেকে,আমি আসছি নতুন নতুন রান্না নিয়ে,সংগে থাকা চাই। আর "seuli's motivationalhub"দেখবেন। "Science class" আমার আরও একটি চ্যানেল যেখানে আমি ও আমার স্বামী( আমরা দুজনেই স্কুল শিক্ষক শিক্ষিকা)ক্লাস করাই সোম, বুধ, শুক্র সেখানে সকলকে আমন্ত্রণ। আমি Seuli Naskar, পেশায় স্কুলের পদার্থবিদ্যার শিক্ষিকা। Double masters degree in physics and education. রান্না, আবৃত্তি, গান, সন্চালনা করা আমার শখ ।এটি একটি রান্নার চ্যানেল। বিভিন্ন অনুষ্ঠান দিয়ে সাজানো (মাসের সেরা,সেরার সেরাদের পুরষ্কারের অনুষ্ঠান হয়,যারা রান্না শেয়ার করেন এই চ্যানেলে তাদের মধ্যে রান্নার প্রতিযোগিতার মাধ্যমে সেরাদের নির্বাচিত করা হয়।) বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রন্ধন শিল্পীরা আসেন,তাদের রান্না শেয়ার করেন।আপনারাও আপনাদের রান্না শেয়ার করতে পারেন।Season -1শেষ করে,এখন চলছে Season-2.
Season -1এ সেরার সেরা ছিলেন পশ্চিম মেদিনীপুর থেকে সিসিলি বর্মন।দেখা যাক কে হন সেরার সেরা Season -2 তে ।
এবার শুরু হবে Season -3.
For Sponsorship and Business Contact
[email protected]