Jewel H Tipu

আমি জুয়েল হোসেন টিপু। ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতি—এই তিনটি বিষয় যেন আমার হৃদয়ের গভীরতম স্পন্দন। তাই সুযোগ পেলেই অজানাকে জানার তাড়নায় বেরিয়ে পড়ি। প্রতিটি সফরই আমার কাছে একেকটি নতুন জানালা খোলার মতো। আমি বিশ্বাস করি, চোখ দিয়ে দেখা জিনিসগুলো শুধু দেখে গেলেই চলবে না, সেগুলোর মধ্যে লুকিয়ে থাকা গল্পগুলো বুঝে নিতে হয়। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে সেই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি, যেখানে থাকে অনুসন্ধান আর উপলব্ধির মেলবন্ধন।
“জীবনটা এমন একটা বই, যেটার প্রতিটা পাতায় অজানা গল্প লুকানো। তুমি যদি সেই গল্পগুলো পড়তে না শেখো, তবে জীবনের মজা তুমি কখনোই পাবে না।”
আমার কাজই হলো সেই লুকানো গল্পগুলো খুঁজে বের করা, আর সেগুলো আপনাদের কাছে তুলে ধরা।
আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে এ পথে অনুপ্রাণিত করে।