Pathshala - CBS | পাঠশালা CBS

বাংলাদেশ, বৈচিত্র্যময় সম্পদশালী এক অপার সম্ভাবনার দেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এ দেশের মানবসম্পদ। সেই মানবসম্পদকে সত্যিকারের সম্পদে পরিণত করার জন্য প্রয়োজন তাদের যোগ্যতা বৃদ্ধির। এবং তা অর্জিত হতে পারে নিবিড় পাঠ ও অধ্যবসায়ের মধ্য দিয়ে।
ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক এবং এ জাতীয় নানামুখি অধ্যয়ন ও গবেষণাসহ সন্মিলিত মৌলিক পাঠ ও বিশ্লেষণের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলো "পাঠশালা-Centre for Basic Studies'- এর।

আমাদের মূল লক্ষ্য থাকবে আগামী দিনের বাংলাদেশের জন্য যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রচেষ্টা চালানো।
আশা করি এই উদ্যোগে স্বতস্ফূর্ত অংশগ্রহণ থাকবে সবার।
আমরা সবাই মিলে গড়ে তুলবো শক্তিশালী বাংলাদেশ।
সবাইকে ধন্যবাদ।

পাঠশালার জন্মদিন: ১২ জুন, ২০১৬

পাঠশালা ফেসবুক গ্রুপ-
https://www.facebook.com/groups/pathshalacbs

পাঠশালার ফেসবুক পেজ -
https://bit.ly/3MyESwI

আপনার মূল্যবান পরামর্শ ইমেইল করুন -
[email protected]