পরিচয়ঃ
কাওছার বিন আবুল কালাম।
বর্তমানে আমি-(২০২২ ইং সাল হতে, আটমূল সালাফীয়া মাদরাসায় সহকারী-(আরবী)-শিক্ষক হিসেবে কর্মরত আছি। আর ২০১৯ ইং হতে আমি শিক্ষক হিসেবে কর্মরত আছি।
পরিচালকঃ
১/আল-জামিআহ আস-আজাদিয়্যাহ, জয়পুরহাট।
২/আজাদ পারিবারিক লাইব্রেরি
শিক্ষাঃ
১/দাওরাঃ আল-জামিআহ আস-সালাফিয়্যাহ,রাজশাহী।
২/কামিলঃ (হাদীস,তাফসীর): বানিয়াপাড়া কামিল মাদরাসা,জয়পুরহাট।
৩/তাখাচ্ছুছঃ (নাহ,ছারফ,বালাগাত) মারকাযুল হুদা আল-ইসলামী, কেরানীগঞ্জ, ঢাক।
৪/আদবঃ মাহাদুশ শায়খ ফুয়াদ লিদ- দিরাসাতিল ইসলামিয়া, সাইনবোর্ড,যাত্রাবাড়ী, ঢাকা।
৫/কুরআন প্রশিক্ষণঃ মাদরাসা দারুত তাকওয়া
দিনাজপুর,সদর।
৬/ কম্পিউটার প্রশিক্ষণঃ (সরকারীভাবে কারিগরী) বি সি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর।
আমার দাওয়াতি পদ্ধতি ও মানহাযঃ
দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমি আহলেহাদীস তথা সালাফদের পথে আছি, যা অন্য সকল মতবাদ থেকে শ্রেষ্ট, কেননা তাদের কথায় স্পষ্টতা রয়েছে, রয়েছে মজবুত দলিল,আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করছি নিজে পথভ্রষ্ট হওয়া থেকে এবং অন্যকে পথভ্রষ্ট করা থেকে, আপনাকেও ডাকছি এ পথে।
০১৭৩৮-২০৯৭৯৭/০১৬৫০-০৬৫৪৫৪
[email protected]