হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
জয় শ্রীরাম | রাধে রাধে
‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র এর ষোল নামের তাৎপর্যঃ
হরে- হে ভব বন্ধনহারি- আমার ভব বন্ধন হরণ কর।
কৃষ্ণ- হে সৎ চিৎ আনন্দ- আমার আনন্দ দান কর।
হরে- হে হৃদয়মনহারি- আমার হৃদয় মন হরণ কর।
কৃষ্ণ- হে জগৎ আকর্ষক- নিখিল জগৎকে প্রেমে আকর্ষণ কর।
কৃষ্ণ- হে চিত্তমলশোধক- আমার চিত্তমল শোধন কর।
কৃষ্ণ- হে সর্বেন্দ্রিয়কর্ষক- আমার সর্বেন্দ্রিয়কর্ষক আকর্ষণ কর।
হরে- হে বিঘ্ন অপহারি- আমার ভজনের বিঘ্ন হরণ কর।
হরে- হে পাপ তাপ দূরকারি- আমার পাপ-তাপ হরণ কর।
হরে- হে মায়াপাশ হরণকারি- আমার মায়াপাশ হরণ কর।
রাম- হে হৃদয় রমণকারি- আমার হৃদয়ে রমণ কর।
হরে- হে অবিদ্যা হরণকারি- আমার অবিদ্যা হরণ কর।
রাম- হে রমনীয় চূড়ামণি- আমার রমণীয়রূপে দেখা দাও।
রাম- হে রমণে আনন্দ দাতা- তুমি রমণে আনন্দ দাও।
রাম- হে আনন্দস্বরূপ রাম- আমায় কৃপা করে আনন্দ মূর্ত্তিতে দেখা দাও।
হরে- হে কামাদি হরণকারি- আমার কামাদি হরণ কর।
হরে- হে দুঃখহারি- তোমার অদর্শনে যে দুঃখ, একবার দেখা দিয়ে সেই দুঃখ হরণ কর।
হে নন্দদুলাল কৃষ্ণ
হে সচ্চিদানন্দ!
আমি ছন্নছাড়া গণ্ডমূর্খ