আমাদের ব্যাবসা মুলত লেডিস ব্যাগ ও লেদার প্রোডাক্টস। এই ব্যবসায় আমি গত ১৪ বছর যাবত কর্মরত ছিলাম সৌদিআরবে। ওখানে আমাদের শোরুমের নাম ছিল জেদ্দাতে লেদার গার্মেন্টস ও মক্কা-মদিনাতে ছিল লেদার গোল্ড নামে। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ড নিয়ে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে ওয়ারদাহ নামে ব্রান্ডিং করে বাংলাদেশে এই সেক্টরে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। কোয়ালিটি প্রোডাক্ট ও সততাই আমার একমাত্র পুঁজি। আমাদের ব্যাগগুলো চায়না ও অন্যান্য দেশ থেকে আমদানী করা আর লেদার প্রোডাক্টগুলো বেশীরভাহ বাংলাদেশের তৈরী ও ১০০% অরিজিনাল লেদার। যা আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি।
আমাদের পণ্যগুলো দেখতে ওয়েবসাইটঃ www.wardah.com.bd
ফেসবুক পেইজ লিঙ্কঃ https://www.facebook.com/wardah2021
শোরুম এর ঠিকানাঃ ওয়ারদাহ, ৩০৩/১, গুলবাগ (গুলবাগ পাওয়ার হাউজের পাশে), মালিবাগ, ঢাকা।
মোবাইল বা হোয়াটসঅ্যাপ +880 1842300330