বাংলাদেশের যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় শাশ্বত-সুন্দর আগামী গড়ার লক্ষ্য অর্জনে "তারুণ্য " যাত্রা।
তারুণ্য তুলে ধরবে যুব সমাজের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা, পাশাপাশি তারুণ্য প্রচার করবে শ্রেণী পেশা নির্বিশেষে যুবাদের সাফল্য বার্তা ও জয়গান।
তারুণ্য স্বকর্মসংস্থানে বাধাসমূহ চিহ্নিত ও সমাধানকল্পে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করবে।
তারুণ্য স্বপ্ন দেখে পারস্পরিক নির্ভরশীলতায় দৃপ্ত পায়ে ভেদাভেদ ভূলে সবাই কে নিয়ে এগিয়ে চলার।
আসুন, তারুণ্য'-এর পাশে থাকি, 'তরুণদের' জয়গান গাই।