আসছালামুআলাইকুম। সু-প্রিয় দর্শক আমার অন লাইন চ্যানেলের পক্ষ্য থেকে সবাইকে স্বাগতম। এই চ্যানেল থেকে বাউল গান, আধুনিক গান, বিভিন্ন ক্যাটাগরির অনুষ্ঠান ও আরবি থেকে বাংলা ভাষা শিক্ষার প্রতি টা পাঠ দেওয়া হবে। প্রিয় দর্শক আপনাদের নিকট আমার প্রত্যাশা আমার সকল ভিড়িও গুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশাকরি ভালো লাগবে। আমার প্রিয় মাতৃভূমির বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমার এই চ্যানেলটির ভিড়িও সাজানো হবে।যদি এই চ্যানেলের একটি ভিড়িও আপনাদের ভালো লাগে তবেই এই চ্যানেলের যাত্রা স্বার্থক।ভালো লাগা ভিড়িও গুলো অবশ্যই শেয়ার করবেন।লাইক, কমেন্ট করতে ভুলবেন না।আমার চ্যানেলের পরবর্তী প্রতি টা গান ও আরবি ভাষা শিক্ষার পাঠ গুলো মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাব্স্কাইব করে রাখুন ও নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনার বাড়ি বা এলাকার কোন অনুষ্ঠান আমার চ্যানেলে প্রচারকরতে চাইলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা:-০০৯৬৬০৫০৬০৫৭২৩৯
বিষেশ দ্রষ্টব্যঃ-সৌদি আরবের যে কোন নিউজ এই চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে।
ধন্যবাদ।