'মরীচিকা' বললেই সবার আগে কী মাথায় আসে আপনার? ভ্রান্তি? আশা জাগার পর হঠাতই ঠকে যাওয়ার একটা ভয় কাজ করে মনের মধ্যে? আচ্ছা, এমন যদি হয়, যে আপনার মনের সব ধারণা অদ্ভুতভাবে বদলে দিল কেউ! ঠিক যেমনভাবে ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’ ধারণার মতই, এই ভাবনাটাও পাল্টে গেল আমূল! হয়তো আপনি আর চেষ্টা করেও বলতে পারলেন না, ‘মরীচিকা একটা ভ্রান্তির নাম’। আপনি খেয়াল করলেন, যতবার আপনি বলতে যাচ্ছেন, আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, ‘মরীচিকা একটা স্বপ্নের নাম, চেষ্টার নাম, প্রতিশ্রুতির নাম, ভালোবাসার নাম।‘
আপনাদের সকলের হৃদয় ছোঁয়ার চেষ্টা করে চলেছি সবসময়। শুধু একটু পাশে থেকে সাহস দেবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আর তো কিছুই সম্বল নেই আমাদের। যাই হোক, শিগগির সাবস্ক্রাইব করে বসে পড়ুন। গল্প নিয়ে তৈরী রয়েছি আমরাও।
P.S.: Marichika always takes permissions of copyrighted products (story, music, pictures etc.). Still if you have any problems or queries with copyright issues and all, please don't give strikes. Contact with us and we will try to take instant action. Mail us for any issue: [email protected]