আমি একটা সাধারন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ও বউ। আমি রান্না করতে ভালোবাসি তাই মনেহলো রান্না নিয়ে কিছু করি হটাৎ মাথায় চিন্তা আসে ইউটুবে রান্নার কাজ শুরু করবো। তাই দেরি না করে শুরু করে দিলাম ইউটুবে কাজ।চ্যালেনটার নাম ঠিক করতে পারছিলামনা পরে ভেবে ঠিক করলাম। (তানিয়ার রান্নাবান্না)এই নামে চ্যালেনটা অবশেষে খুলে ফেললাম। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার জন্য দেওয়া করবেন। আমি যেন কাজটা ভালোবেসে ভালো ভাবে করতে পারি।পরে আবার একটা ব্লাগ চ্যালেন খুলেছি Tania juthi vlog এই নামে।সবাই আমাকে সাপোট করবেন।।