আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সকলে এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার ও সাবক্রাইব করুন।
এবং
কমেন্ট করতে সাবধান
আমাদের সকল বয়ান ও লেখনী পড়ে বুঝবেন তার পর কমেন্ট লিখবেন। যেহেতু আলহাজ¦ ড. মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী যুক্তি তর্কের উর্ধে কুরআন সুন্নাহর দলীল সাপেক্ষে কথা বলে থাকেন সেহেতু যুক্তি-তর্ক দিয়ে যদি কুরআন-সুন্নাহর দলীল খন্ডন করতে চায় তাহলে অসংখ্য ছহীহ্ হাদিস ও কুরআন শরীফের সূরা যেমন সূরা আহযাব ৩৬ ও সূরা নিসার ৬৫ আয়াতের ভিত্তিতে সে কাফের সাব্বস্ত হবে। তাতে আমাদের কোন দায় নেই। আমাদের ওয়াজ ও জু’মার বায়ান সমুহ কুরআন, সুন্নাহ, ইজমা ও ক্বিয়সের ভিত্তিতে- হুজুর পাক ছল্লাল্লহু আলাইহি ওয়া ছাল্লাম উনার ও সাহাবায়ে কেরাম রদিআল্লাহু তা’য়ালা আনহুম উনাদের মতের সাথে মিল রেখে (বাতিল বাহাত্তর ফিরকা সাথে মিল না রেখে) এবং জঙ্গি-সন্ত্রাসিপনা মুক্ত, সাহাবায়ে কেরামদের থেকে অলী আওলীয়াদের মধ্য দিয়ে আসা সঠিক সত্য ইসলামের প্রচার ও মানুষের মধ্যে পৌছে দিয়ে জিহাদ ও বায়াত ভিত্তিক খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করা।
https://www.facebook.com/profile.php?id=100069934398351