মেহেরবানি করে সাবস্ক্রাইব করে যাবেন।আল্লাহর জন্য হোক সবাইকে ভালবাসা।আল্লাহুম্মা ছল্লে আলা মুহাম্মাদান আন নাবিয়্যীন উম্মিয়ী ওয়া আলিহী ওয়াছাল্লিম।হাসবুনাল্লাহী নিয়ামাল ওকিল .নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাছির।
আমি চাই আমাদের সাথে যারা ভিও হবে যত হোক তাদের নিয়ে জান্নাতে থাকতে পারি।আর এই খেতমত যেন আমাদের কবরে হাসরে মিজানে পুলছিরতে নাজাতের অসিলা হয় আমিন। ছুম্মা আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন। আমি ওয়াদা করলাম যদি আল্লাহ আমায় ক্ষমা করে কিয়ামতে যেন সকল ভিউজ ভাই বোনদের নিয়েই দৌড় দিতে পারি জান্নাতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ।এই ওয়াদা দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াদা তাই করে ফেললাম। আর আপনারাও না নিয়ে যাবেন্না বলেন জান্নাতে। ওয়াদা করেন? বলা তো যায়না কে কোন কার উসিলায় মাফ পেয়ে যাই।আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন।।