Ridwan Sir

প্রিয় সম্মানিত বন্ধুগণ! আসসালামু আলাইকুম। Sultanic Epoch একটি শিক্ষামূলক সাইট, যেখানে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তথ্য সংরক্ষিত রয়েছে। এই সাইটটি বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে বিজ্ঞান, গনিত, সাহিত্য, সঙ্গীত, ভাষাতত্ত্ব, ব্যাকরণ, প্রাচীন সভ্যতা, পুরাতত্ত্ব, ইতিহাস, ধর্মচিন্তা, জ্যোতির্বিদ্যা, ইত্যাদি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে। প্রকৃতপক্ষে, এই সাইটটিকে দৃশ্যগত গ্রন্থাগার (Visual Library) হিসেবেও বিবেচনা করা যেতে পারে। সম্মান্য শিক্ষক, শিক্ষার্থী, এবং জ্ঞান-পিপাসু ব্যক্তিগণ এই সাইটটিকে উন্মুক্ত গ্রন্থাগারের মতই ব্যবহার করতে পারেন। তথাপি, আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে যত খুশি নোট সংগ্রহ করুন। চাইলে, আপনারা ভিডিওগুলি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। যদি আপনাদের কেউ বই, প্রবন্ধ, গবেষণাপত্র, টার্ম পেপার, ইত্যাদি ধরনের লেখালেখির সাথে যুক্ত থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক এখানকার ব্যবহৃত সেই সুনির্দিষ্ট ভিডিওটির যথাযত সোর্স উল্লেখ করুন। কেননা, কুম্ভীলকবৃত্তি (Plagiarism) এড়িয়ে চলা অবিসংবাদিতরূপে প্রকৃত জ্ঞানী মানুষের লক্ষণ। ধন্যবাদান্তে - মহারানা মৃগেন্দ্র আচারিয়া।