amitava bhattacharjee

এই চ্যানেল একটি ভ্রমণকেন্দ্রীক চ্যানেল। প্রধানত ভারতের বিভিন্ন জায়গার দ্রষ্টব্যস্থানগুলি ঘুরিয়ে দেখানোর পাশাপাশি এই চ্যানেলের তথ্যভিত্তিক ভিডিওগুলিতে আপনি পাবেন সেই জায়গাগুলোর প্রাকৃতিক , সাংস্কৃতিক, ঐতিহাসিক, পৌরাণিক, ধর্মীয় বা অর্থনৈতিক গুরুত্বের একটা প্রাথমিক ধারণা। সেই সাথে পাবেন সেখানে যাওয়া আসা,থাকা খাওয়া বা ঘোরার জন্য ট্রেন, বাস, গাড়ি সহ যাবতীয় পরিবহন ব্যবস্থা ও হোটেল বা ধর্মশালার সুলুকসন্ধান। সঙ্গে পাবেন আপনার ভ্রমণের সম্ভাব্য খরচাপাতির একটা সামগ্রিক ধারণা। তাই যাঁরা নিজেরাই ভ্রমণ পরিকল্পনা করে বেরিয়ে পড়তে চান তাঁদের জন্য তো বটেই এ বাদে যাঁরা ঘরে বসেই মানস ভ্রমণের নির্মল আনন্দ পেতে চান তাঁদের জন্যেও এই চ্যানেলের ভিডিওগুলি উপভোগ্য হবে এই আশা রাখি।