বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো, আমাদের এই বিশেষ নিবেদন ভূতের গল্প হলো একটি কল্পকাহিনী, যেটাতে কোনো ভূত বা ভূতবিশ্বাসী কিছু সাজানো বা অনেকের বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্য কিছু ঘটনা থাকে। গল্পে "ভূত" স্বেচ্ছায় আসতে পারে, আবার জাদুবলেও তাকে ডেকে আনা হতে পারে।