Village Food

রান্না আমার শখ।দেশ বিদেশের নানান খাবারের স্বাদ নেওয়া এবং সেই খাবারগুলো সহজ উপায়ে ঘরে তৈরি করা নেশাই পরিণত হয়েছে। আমি সবসময় চাই সব রান্না ঘরোয়া উপাদান দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে মজাদার করে তৈরি করতে। আর তাই আমার এই চ্যানেলে আমি চেষ্টা করবো সব রান্না সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে। বিভিন্ন জেলায় যারা ভালো রেস্টুরেন্ট পরিচালনা করে এবং মানসম্মত খাবার তৈরি করে তাদের আমি খুঁজে খুঁজে বের করি এবং আপনাদের সামনে তুলে ধরি। কোথায় নদীর এবং বিলের তাজা মাছ সবচেয়ে কম দামে পাওয়া যায় তাও তুলে ধরার চেষ্টা করি।
For business inquiry : [email protected]