আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, পড়াশুনার জগতে থেকে একটা জিনিস বুঝতে পেরেছি- অনেকের ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই। ভালো গাইড বা টিউশনের অভাবে অনেক প্রতিভা নষ্ট হয়ে গেছে ও যাচ্ছে। সর্বপরি, কোরোনা পরিস্থিতি অনেক অভিভাবকদের কর্মহীন করেছে। ফলত বাচ্চাদের টিউশন দেবার সামর্থ নেই বললেই চলে।
আমার খুদ্র প্রচেষ্টা সেই সব প্রতিভাদের জন্য। যদি একটু সহায়তা করতে পারি প্রয়াস সার্থক হবে।
সবশেষে বলি, আমি নিজেও একজন পিছিয়ে পড়া পরিবারের সন্তান, অনেক চড়াই-উতরাই পার করে এসেছি, এখনো লড়াই জারি রেখেছি। তাই বলি সৎ ভাবে,সৎ পথে পরিশ্রম করে যাও, ফল একদিন পাবেই।
সকলকে এগিয়ে চলার শুভেচ্ছা।
চরৈবেতি:,চরৈবেতি: ........