👉শুধু মাত্র সনাতন ধর্ম প্রচারের জন্য আমাদের এই চ্যানেলটির মূল উদ্দেশ্য । 'বুড়ো শিব স্টুডিও" চ্যানেলটিতে- লীলা কীর্তন,ভজন গান তত্ত্ব কথা,বাউল গান পাবেন ।🙂
শ্রীমদ্ভাগবত গীতা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়। বিভিন্ন ধর্মালম্বী মানুষেরা গীতা পাঠ করে থাকেন। কেন গীতা পড়বেন?
অনেকে মনে করেন, ধার্মিকরাই গীতা পাঠ করেন। এটা একেবারেই ঠিক নয়। স্বাধীনতা আন্দোলনের সময়ে বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল গীতা। জেনে নিন কী বলছেন পণ্ডিতরা
গীতায় ভক্তিযোগের কথা যেমন বলা রয়েছে, তেমনই রয়েছে জ্ঞানযোগ ও কর্মযোগের কথাও। বলা হয়, একটি পরিপূর্ণ মানব জীবন কীভাবে গড়ে তোলা যায়, তার সন্ধান রয়েছে গীতার শ্লোকে শ্লোকে।
গীতা অসহায়, বিভ্রান্ত মানুষকে সঠিক পথে চলার নির্দেশ দেয়। এমনটাই বলেন পণ্ডিতরা। জ্ঞানযোগের মাধ্যমে শুধু ধার্মিক জ্ঞান নয়, কর্মজীবনেও অনুপ্রেরণা মেলে। চিত্ত শুদ্ধ হয়।
গীতাপাঠ মানুষকে কর্মের পথে অনুপ্রাণিত করে। কার কোন কাজটি করণীয় ]
হরে কৃষ্ণ
👉 burosibstudio - বুড়ো শিব স্টুডিও
(যদি কেউ ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে যোগাযোগ করুন
9933634004 / 7001466892)