আস সালামু আলাইকুম। আমি সালাহ্উদ্দিন জুয়েল স্বত্তাধিকারী: জুয়েল'স ইনকিউবেটর ওয়ার্কশপ।
মোবাঃ ০১৭১১১৮৯৫৯৪
email: [email protected]
facebook:
https://www.facebook.com/profile.php?id=100018575629487
আমি ২০১২ সালে ব্রাক ব্যাংকে করর্মরত থাকাকালীন সময়ে নিজ বাড়ীতে ২০০ দেশি মুরগির একটি শেড বানাই এবং মুরগি পালন শুরু করি। ২০১৪ সালে ব্রাক ব্যাংক ছাড়ার পর থেকে নিজ খামারের প্রয়োজনে ইনকিউবেটর বানাতে কার্যক্রম শুরু করি। অবশেষে মে ২০১৫ সালে প্রথম ইনকিউবেটর বানাতে সক্ষম হই। এটি ছিলো আমার ব্যক্তিগত ব্যবহারের নিমিত্তে। ২০১৬ সালে ৩০০০ সেটার ও ১০০০ হ্যাচার বানিয়ে এলাকার টার্কি খামারীদের ডিম সফলভাবে হ্যাচিং করে দিই এবং তখন থেকেই টার্কির সাথে যুক্ত হয়ে পড়ি। সে-বছরই বানিজ্যিকভাবে খামারীদের অটোমেটিক ইনকিউবেটর বানিয়ে দেয়া শুরু করি। বাংলার চাষী ভাইদের নিয়ে কাজ করে যেতে আমার এই You Tube চ্যানেলের পদচারনা শুরু। আপনারা এই চ্যানেল টিতে Subscribe করে একে অনেক দুরে নিয়ে যাবেন- এটাই আমার প্রত্যাশা ও বিশ্বাস।
বিনীত,
সালাহ্উদ্দিন জুয়েল,
শেরপুর, বগুড়া।
০১৭১১১৮৯৫৯৪