নমস্কার বন্ধুগণ, 'মুক্তাঙ্গন' চ্যানেলের পক্ষ থেকে সব্বাইকে জানাই স্বাগতম। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হল শিক্ষাকে সহজ ও আকর্ষণীয় করে সর্বসাধারণের বোধগম্য করে তোলা।আমরা মূলত বিভিন্ন ক্লাসের(সম্ভব হলে ক্লাসের বাইরের) বাংলা ব্যাকরণ, গল্প,কবিতা ইত্যাদির জ্ঞাত অজ্ঞাত সুন্দর দিকগুলো ছাত্র ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবো।যাতে তারা বিষয়টি ভালোবেসে হৃদয় দিয়ে গ্রহণ করতে পারে। আর শিক্ষাপ্রেমী মানুষের কৌতূহল নিবারণের প্রচেষ্টায় সফল হওয়াটাই আজীবন কাম্য এই মুক্তাঙ্গনের।
থাকবো পাশে, বন্ধু হয়ে।