We, the human being, are not the most important part of nature but the most responsible part of it. So we should protect ourselves by protecting whole family of nature.
বিশাল প্রকৃতির মাঝে কত কত সৃষ্টি ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। প্রতিনিয়ত কত কত আনন্দ বেদনার স্রোত বয়ে যায় একপাশ থেকে অন্যপাশে। কত শত প্রেম, ভালবাসা, ঘৃণা প্রকাশিত হচ্ছে মহাকালের খবরের কাগজে প্রতিদিন। আকার, বুদ্ধিতে যে সবথেকে ছোট তারও বলার মতো নিজস্ব একটা গল্প আছে যে গল্পে সেই মহানায়ক। আবার সবথেকে যে এগিয়ে তার জীবনও এর ব্যতিক্রম নয়। প্রকৃতির এই অজস্র বয়ে চলা গল্প, এই সহজ সরল বা জটিল ভাষা বোঝার চেষ্টা আমাদের এই ব্যস্ত জীবনে প্রায় অসম্ভব। তারপরও মাঝে মাঝে সুযোগ হয় প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোর, মন খুলা কথা বলার। প্রকৃতির সাথে কাটানো সময় আর কথোপকথন সবার সাথে শেয়ার করতেই আমার এই উদ্যোগ।