“যদি হও সুজন” — এই চ্যানেলটি আমার হৃদয় থেকে উৎসারিত এক ভক্তিমূলক প্রয়াস।
আমার জীবনের প্রেরণা, শক্তি ও ভরসা হলেন জগন্নাথদেব ও রাধারানী।
এই চ্যানেলের মাধ্যমে আমি তাঁদের মহিমা, ভালোবাসা ও করুণা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।
এখানে তোমরা পাবে —
🔹 জগন্নাথদেব ও রাধারানীর ছবি ও কীর্তি
🔹 ভক্তিমূলক গান, স্তোত্র ও কীর্তন
🔹 পুরাণ ও ইতিহাসের আলোকে ঠাকুরদের কথা
🔹 আমার নিজস্ব অনুভব, প্রার্থনা ও বিশ্বাস
এই চ্যানেল শুধুমাত্র একটি YouTube পৃষ্ঠা নয় — এটা এক ভক্তির যাত্রা।
যাঁরা ভগবানের প্রেমে ডুবে আছেন বা সেই পথে পা রাখতে চান — তাঁদের জন্য এই চ্যানেল হোক এক আশ্রয়স্থল।
🙏 “ভক্তি মানেই শক্তি, আর ঠাকুর মানেই জীবন” — এই বিশ্বাস নিয়েই আমার এই যাত্রা।
জয় জগন্নাথ 🙌
রাধে রাধে 🌸
— সুজন মুখার্জি (তোমাদেরই একজন)